• image1.jpg
  • image2.jpg
  • image3.jpg
  • image4.jpg
  • image5.jpg
  • image6.jpg

Computer Training

অত্র সংগঠন প্রতিষ্ঠালগ্ন হতে পাটোয়ারী পাড়া আইটি ইন্সটিটিউট প্রতিষ্ঠা করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অনুমোদন নিয়ে বেকার যুবক-যুবতীদের দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের লক্ষ্যে নামমাত্র সেবামূল্যে আইটি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে প্রায় ১০,০০০ (দশ হাজার) প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করে বিভিন্ন পেশায় নিয়োজিত আছে।

কম্পিউটার প্রশিক্ষণ পরিচালনা পরিষদ

১. মো: খুরশীদ আলম পাটোয়ারী, কোর্স পরিচালক

২. মো: শাহজাহান সিরাজ, সিনিয়র প্রশিক্ষক

৩. মো: আব্দুল কাদের পাটোয়ারী, প্রশিক্ষক 

 

 

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

     পাটোয়ারী পাড়া আইটি ইন্সটিটিউট

         (পাটোয়ারী সমাজকল্যাণ সংস্থা'র একটি সামাজিক প্রকল্প)

   গভঃ রেজিঃ নম্বর-লাল/কালী/৩৪৮/২০১৭ (প্রতিষ্ঠান কোড-১৫০৯৩)

কালীগঞ্জ বাসস্ট্যান্ড, কালীগঞ্জ, লালমনিরহাট। ০১৭৪৩৯২২৬৭৪

 

দক্ষতা মান বেসিক কম্পিউটার প্রশিক্ষণ শিক্ষাক্রম ৩/৬ মাস (৩৬০ ঘন্টা) মেয়াদী শিক্ষাক্রম বাস্তবায়ন...

প্রবিধান

 

১. নামঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আওতাধীন ও সমাজকল্যাণ মন্ত্রনালয় অনুমোদিত এ শিক্ষাক্রমের নাম হবে দক্ষতামান উন্নয়নে প্রশিক্ষণ শিক্ষাক্রম- বাস্তবায়ন প্রবিধান ২০১৪

 ২. মেয়াদঃ    মেয়াদকাল ৩/৬ (ছয়) মাস (৩৬০ ঘন্টা)।

 ৩. সেসন ও ট্রেডঃ দক্ষতা মান বেসিক কম্পিউটার প্রশিক্ষণ শিক্ষাক্রম সমূহ ৩৬০ ঘন্টা মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রম জানু-মার্চ, জানুয়ারী-জুন, জুলাই-সেপ্টেম্বর ও জুলাই-ডিসেম্বর সেসনে পরিচালিত হবে।  ট্রেড-(ক) কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, (খ) গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং ও (গ) কম্পিউটার হার্ডওয়্যার এন্ড নেটওয়াকিং ট্রেড।

 ৪. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত বিষয়বস্তুর আলোকে সিলেবাস প্রণীত।

 ৫. সাধারণভাবে এ প্রশিক্ষণ কার্যক্রম ৩৬০ ঘন্টার মধ্যে ৬০ ঘন্টা সময়কাল ফাংশনাল ইংলিশ ভাষার জন্য নির্ধারিত থাকবে।

 ৬. নম্বর বিণ্যাসঃ

 তাত্ত্বিক (১০০) ব্যবহারিক (৪০০)

 

তাত্ত্বিক (১০০)           

 ধারাবাহিক                  

 ইংরেজী-১০,     ট্রেড-৩০ মোট =৪০  

 চুড়ান্ত

 ইংরেজী-১০, ট্রেড-৫০ মোট=৬০

 ব্যবহারিক (৪০০)

 ধারাবাহিক-২০০

 চুড়ান্ত-২০০

 ৭. সেসন বিস্তারিতঃ ৩৬০ঘন্টা (৬ মাস) মেয়াদীঃ

(ক) জানুয়ারী-জুন সেসনঃ ক্লাস আরম্ভ -জানুয়ারী মাসের প্রথম শনিবার।

 (খ) জুলাই-ডিসেম্বর সেসনঃ ক্লাস আরম্ভ -জুলাই মাসের প্রথম শনিবার।

 ৮. সেসনঃ ৩৬০ঘন্টা (৩ মাস) মেয়াদী

 (ক) জানুয়ারী-মার্চ সেসনঃ ক্লাস আরম্ভ-জানুয়ারী মাসের প্রথম শনিবার;

 (খ) এপ্রিল-জুন সেসনঃ ক্লাস আরম্ভ -এপ্রিল মাসের প্রথম শনিবার;

 (গ) জুলাই- সেপ্টেম্বর সেসনঃ ক্লাস আরম্ভ -জুলাই মাসের প্রথম শনিবার;

 (ঘ) অক্টোবর-ডিসেম্বর সেসনঃ ক্লাস আরম্ভ -অক্টোবর মাসের প্রথম শনিবার।

 ৯. বোর্ডের সমাপনী পরীক্ষাঃ

 বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত মার্চ, জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসের শেষ শুক্রবার বোর্ড সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে কোন বিশেষ কারণে শুক্রবার পরীক্ষা নিতে না পারলে পরবর্তী দিন শনিবার অনুষ্ঠিত হবে।

১০. কৃতকার্য প্রশিক্ষাণার্থীদের নিম্নরূপে গ্রেড নির্ধারিত হবেঃ

নম্বর বিন্যাস গ্রেড

৯০% থেকে তদুর্ধ -এ +, ৮০%-৯০% এর কম-এ, ৭০%-৮০% এর কম-বি,

৬০%-৭০% এর কম-সি, ৬০% এর নীচে-এফ

১১. ভর্তির নিয়মাবলীঃ

 কোন অনুমোদিত বিদ্যালয় হতে অষ্টম শ্রেণী পাশকৃত ছাত্র-ছাত্রীরা জাতীয় দক্ষতামান বেসিক শিক্ষাক্রমে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করবে।

 ১২. ছাত্র-ছাত্রীদের বয়স নুন্যতম ১২ বছর।

 ১৩. নিবন্ধনঃ

 ১৩.১. জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘন্টা) শিক্ষাক্রমে (ক) ৩ মাস মেয়াদী কোর্সে ক্লাস শুরুর ১৫ দিনের মধ্যে (খ) ৬ মাস মেয়াদী কোর্সে ক্লাস শুরুর ৩০দিনের মধ্যে নিবন্ধন ফরম পূরণ করতে হবে। বোর্ড থেকে প্রদত্ত নিবন্ধন কার্ড প্রবেশ পত্র হিসেবেও গণ্য হবে।

 ১৩.২ শিক্ষাথীর নিবন্ধনের মেয়াদ একটি চুড়ান্ত পরীক্ষা পর্যন্ত বলবৎ থাকবে। কোন শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হলে এবং পরীক্ষার্থী পূনরায় ভর্তি হতে চাইলে আবার নিবন্ধন করতে হবে।

 ১৪. সাধারণ নিয়মাবলীঃ

 ১৪.১ প্রশিক্ষণার্থীগণকে শতকরা নূন্যপক্ষে ৮০ ভাগ ক্লাশে অংশগ্রহণ করতে হবে ।  অসুস্থতা বা গ্রহণযোগ্য অন্য কোন কারণবশতঃ বোর্ড / পিএএসএস কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কমিটির সুপারিশক্রমে শতকরা ৭০% উপস্থিতি গ্রহণ করা যেতে পারে।

 ১৪.২ নির্ধারিত হাজিরা না থাকলে কোন প্রশিক্ষণার্থী চুড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না ।

 ১৪.৩ চূড়ান্ত পরীক্ষার সময়কাল তাত্ত্বিক ১ঘন্টা ও ব্যবহারিক ৩ ঘন্টা মোট চার ঘন্টা।  চূড়ান্ত পরীক্ষা বোর্ড নির্ধারিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।

 ১৪.৪. চূড়ান্ত পরীক্ষার দু’সপ্তাহ পূর্বে পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড (ছবি যুক্ত) নির্ধারিত ফি প্রদান করে কে পিআইটিআই এর হেড অফিস হতে সংগ্রহ করতে হবে যা প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।

 ১৪.৫. বোর্ডের প্রচলিত নিয়ম অনুসারে ব্যবহারিক পরীক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

 ১৪.৬. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড/ পিআইটিআই কর্তৃক নির্বাচিত কেন্দ্রে চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 ১৫. ধারাবাহিক মূল্যায়নঃ

 ১৫.১. প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রশিক্ষক কর্তৃক ধারাবাহিকভাবে কাজের মূল্যায়ন করতে হবে।

 ১৫.২. ধারাবাহিক মূল্যায়নের যাবতীয় তথ্য ও রেকর্ড প্রশিক্ষনার্থীর জন্য নির্ধারিত অগ্রগতি কার্ডে নিয়মিত লিপিবদ্ধ করে রাখতে হবে।

 ১৫.৩. ধারাবাহিক মূল্যায়নকৃত কাজ মূল্যায়নের প্রমাণাদি সংরক্ষণ করতে হবে, যাতে প্রশিক্ষণ চলাকালীন সময় বোর্ড কর্তৃক নিযুক্ত পরিদর্শক বা প্রশিক্ষণ শেষে চুড়ান্ত মূল্যায়নের জন্য নিযুক্ত অনাভ্যন্তরীণ পরীক্ষক কর্তৃক তা পর্যালোচনা করতে পারে।

 ১৫.৪. ধারাবাহিক মূল্যায়নের কাজ ও শ্রেণী পরীক্ষার উত্তরপত্র নম্বরসহ নিরীক্ষার জন্য প্রতিষ্ঠান প্রধানের নিকট জমা দিতে হবে।

 ১৬. ধারাবাহিক মূল্যায়নের নম্বর বিণ্যাস হবে নিম্নরূপঃ

 ১৬.১ তাত্ত্বিক ধারাবাহিকঃ মোট নম্বর=ইংরেজী ১০+ট্রেড ৩০=মোট =৪০ (মোট নম্বরের শতকরা হার)

 ক্লাস টেষ্ট ২০%, কুইজ ২০%, অ্যাসাইন মেন্ট ৪০%, হাজিরা/আচরণ ২০%

 ১৬.২ ব্যবহারিক ধারাবাহিকঃ মোট নম্বর = ২০০

 অনুশীলন, ক্লাস ও বাড়ীর কাজ, কেস ষ্টাডি ৭০%, জব/এক্সপেরিমেন্ট রিপোর্ট ১০%, মৌখিক পরীক্ষা ১০%, হাজিরা/আচরণ ১০%

 ১৬.৩. ধারাবাহিক মূল্যায়নের যাবতীয় তথ্যাদি ও দলিলাদি ফলাফল প্রকাশের পর ৬ (ছয়) মাস পর্যন্ত প্রতিষ্ঠান প্রধানের নিকট সংরক্ষিত থাকবে।

 ১৭. চুড়ান্ত মূল্যায়নঃ

 ১৭.১. চুড়ান্ত ব্যবহারিক পরীক্ষায় অভ্যন্তরীণ ও অনাভ্যন্তরীণ পরীক্ষক যৌথভাবে পরীক্ষা গ্রহণ করবেন।

 ১৭.২ অভ্যন্তরীণ ও অনাভ্যন্তরীণ পরীক্ষক এর যৌথ তত্ত্বাবধানে পরীক্ষা গ্রহনের ব্যবস্থা করবেন। তারা যৌথভাবে পরীক্ষা চলাকালীন সময়ে ও পরে প্রশিক্ষণার্থীর প্রস্তুতকৃত ব্যবহারিক কাজ মূল্যায়ন করবেন।

 ১৭.৩ পরীক্ষগণ প্রশিক্ষণ চলাকালীন সময়ে তৈরীকৃত প্রশিক্ষণার্থীর ব্যবহারিক কাজ ও সংশ্লিষ্ট প্রতিবেদন ইত্যাদি পূনঃ নিরীক্ষণ করে প্রাপ্ত নম্বরের সমন্বয় সাধন করতে পারবেন। অভ্যন্তরীণ ও অনাভ্যন্তরীণ পরীক্ষকগণ নম্বরের সমন্বয় করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে প্রাপ্ত নম্বরের সমন্বয় সাধন করার ক্ষমতা পিআইটিআই/বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপর ন্যাস্ত থাকবে।

 ১৮. চুড়ান্ত মূল্যায়নেব নম্বর বিণ্যাস হবে নিম্নরূপঃ

 ১৮.১ তাত্ত্বিক চুড়ান্তঃ মোট নম্বর-ইংরেজী ১০+ট্রেড ৫০= ৬০, সময় ১ঘন্টা

 সর্ট উত্তর পদ্ধতিতে পরীক্ষা হবে। মোট ৬০টি প্রশ্ন থাকবে প্রত্যেকটির উত্তর লিখতে হবে।

 ১৮.২ ব্যবহারিক চুড়ান্তঃ মোট নম্বর=২০০, সময় ৩ ঘন্টা

 (মোট নম্বরের শতকারা হার)

 ব্যবহারিক কাজ ৮০%, সংশ্লিষ্ট প্রতিবেদন ১০%, মৌখিক পরীক্ষা ১০%

 ১৯. সনদ প্রদানঃ

 ১৯.১ প্রত্যেক ছাত্র/ছাত্রীকে ধারাবাহিক মূল্যায়ন, চুড়ান্ত মূল্যায়নে আলাদা আলাদা উত্তীর্ণ হতে হবে।

 ১৯.২ গৃহীত পরীক্ষায় কৃতকার্য হলে ধারাবাহিক মূল্যায়ন ও চূড়ান্ত মূল্যায়নে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড / পিআইটিআই (প্রযোজ্য ক্ষেত্রে) সনদ প্রদান করবে।

 ১৯.৩ বোর্ড / পিআইটিআই থেকে ইস্যুকৃত সনদ পত্রে গ্রেড  উল্লেখ থাকবে।

 ১৯.৪ ইংরেজী ভাষায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড / পিআইটিআই (প্রযোজ্য ক্ষেত্রে) উত্তীর্ণ প্রশিক্ষনার্থীদেরকে সার্টিফিকেট ইস্যু করবে।

 ১৯.৫ এ প্রবিধানের কোন ধারা/ধারাসমূহের ব্যাখ্যা প্রদানের অধিকার শুধুমাত্র পাটোয়ারী পাড়া আইটি ইন্সটিটিউট কর্তৃক সংরক্ষিত থাকবে।

 ২০. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড  কর্তৃক অনুমোদিত শৃংখলা বিধি ও উপবিধি এবং সরকারি পাবলিক এক্সমিনেশন এ্যাক্ট- ১৯৮০ এ শিক্ষাক্রমের জন্য প্রযোজ্য হবে। 

 এম. খতিবর রহমান পাটোয়ারী

 অধ্যক্ষ

 পাটোয়ারী পাড়া আইটি ইন্সটিটিউট

 কালীগঞ্জ, লালমনিরহাট।

 

Developed by : SHATAJ SOFT || Design By : SOFT LTD. || Call : 01733919791