• image1.jpg
  • image2.jpg
  • image3.jpg
  • image4.jpg
  • image5.jpg
  • image6.jpg

Social work

Social work

ক্রম নং     কার্যক্রমের বিবরণ                                            কার্যক্রম শুরুর বছর        উপকারভোগীর সংখ্যা          মন্তব্য

১.  শীতার্তদের শীতবস্ত্র বিতরণ                                                         ২০১০ইং                 ১৫২০ জন                  অব্যাহত

২.  কন্যা দায়গ্রস্থদের আর্থিক সহায়তা                                            ২০১১ইং                    ২৫ জন                       ''

৩.  স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি ব্লাড গ্রুপিং                                              ২০১২ইং                  ৬৫০ জন                       ''

৪.  গরীব ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় বৃত্তি প্রদান                     ২০১২ইং                    ৬ জন                        ''

৫.  গুণীজন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান                             ২০১২ইং                   ১৫ জন                         ''

৬.  ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প                                                          ২০১২ইং                    ২২৫ জন                    ''

৭.  আত্ম-কর্মসংস্থান সৃষ্টিতে বেকার যুবক-যুবতীদের-

          (ক)  কম্পিউটার প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান               ২০১১ইং                    ৫৩৫০ জন                      ''

          (খ) পল্লী চিকিৎসক ও গবাদি পশু চিকিৎসক প্রশিক্ষণ প্রদান     ২০১8ইং                     38 জন                        ''

 

ধন্যবাদসহ

এম. খতিবর রহমান পাটোয়ারী

চেয়ারম্যান

পাটোয়ারী সমাজকল্যাণ সংস্থা

কালীগঞ্জ, লালমনিরহাট।

 

প্রিয় সহকর্মী,

    শুভেচ্ছা নিবেন।  ভাল আছেন নিশ্চই।  আপনার সদয় অবগতির জন্য বিনম্র সম্মানের সাথে জানাচ্ছি যে, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়নের পূর্বশর্ত হল সম্মিলিত প্রচেষ্ঠা অব্যাহত রাখা।  তাই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত বেসিক সর্টকোর্স “কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ও কম্পিউটার অপারেটর” ট্রেডের শিক্ষার্থীদের জন্য “ এ ডিরেক্টরী অন কম্পিউটার ” নামে একটি বই রচনা করেছি যা প্রশিক্ষণার্থীদের কম্পিউটার শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক গাইডলাইন হিসেবে কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।  বই’টি আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিক্রির উদ্দেশ্যে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হবে।  প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ক তৈরী করাই আমাদের প্রধান লক্ষ্য।

 

ধন্যবাদসহ

মোঃ খতিবর রহমান পাটোয়ারী

অধ্যক্ষ

পাটোয়ারী পাড়া আইটি ইন্সটিটিউট

কালীগঞ্জ, লালমনিরহাট।

০১৭৪৩৯২২৬৭৪

Developed by : SHATAJ SOFT || Design By : SOFT LTD. || Call : 01733919791