• image1.jpg
  • image2.jpg
  • image3.jpg
  • image4.jpg
  • image5.jpg
  • image6.jpg

Medical Health Training

                     মেডিকেল হেলথ্/এনিমেল হেলথ্ প্রশিক্ষণ পরিচালনা পরিষদ

১. প্রশিক্ষণ পরিচালক-১ (মেডিকেল হেলথ):  ডা: মো: আহসান হাবিব, এম.বি.বি.এস, বিবিএস (স্বাস্থ্য), আর এম ও, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালীগঞ্জ, লালমনিরহাট।

প্রশিক্ষণ পরিচালক-২ (এনিমেল হেলথ):  ডা: চন্দন কুমার সরকার, ভেটেরেনারী সার্জন, উপজেলা প্রাণি সম্পদ অফিস, কালীগঞ্জ, লালমনিরহাট।

২. প্রশিক্ষক (খন্ডকালীণ) : ডা: মো: ওহাব আলী, ভ্যাটেরেনারী সার্জন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, কালীগঞ্জ, লালমনিরহাট।

৩. প্রশিক্ষক (খন্ডকালীণ) : ডা: মো: আবুল কালাম আজাদ, এম.বি.বি.এস, বিবিএস (স্বাস্থ্য), উপজেলা স্বাস্থ্য্ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালীগঞ্জ, লালমনিরহাট।

৪. ডা: মো: সাজিদ হাসান খাঁন, এম.বি.বি.এস, বিবিএস (স্বাস্থ্য), মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালীগঞ্জ, লালমনিরহাট।

৫. ডা: মো: ফারুক ভূইয়া, এম.বি.বি.এস, বিবিএস (স্বাস্থ্য), মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালীগঞ্জ, লালমনিরহাট।

৬. প্রশিক্ষক (খন্ডকালীণ) : ডা: শাকিলা বেগম সোমা, বি.এস.সি ইন নাসিং সায়েন্স, সিনিয়র নার্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালীগঞ্জ, লালমনিরহাট।

৭. প্রশিক্ষক (খন্ডকালীণ) : মোছা: আবিদা সুলতানা আইরিন, বি.এস.সি ইন নাসিং সায়েন্স, সিনিয়র নার্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালীগঞ্জ, লালমনিরহাট।

৮. প্রশিক্ষক (খন্ডকালীণ) : ডা: এম এ কে আজাদ, ডিএমটি (ঢাকা), ফার্মাসিস্ট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালীগঞ্জ, লালমনিরহাট।

৯. প্রশিক্ষক (খন্ডকালীণ) : ডা: মো: আবু সেলিম, ডিডিটি (ঢাকা), ডেন্টিস্ট, কাকিনা, কালীগঞ্জ, লালমনিরহাট।

১০. ডা: মো: সাবু ডেন্টিস্ট, কালীগঞ্জ, লালমনিরহাট।

১১. প্রশিক্ষক (খন্ডকালীণ) : ডা: মাহাবুব হাসান লিটন অভিজ্ঞ পল্লী চিকিক, কাকিনা, কালীগঞ্জ, লালমনিরহাট।

 সকলকে ধন্যবাদ-         

এম. খতিবর রহমান পাটোয়ারী

অধ্যক্ষ

কালীগঞ্জ রাইজিং প্যারামেডিকেল ইন্সটিটিউট

কালীগঞ্জ, লালমনিরহাট।

 

 

কালীগঞ্জ রাইজিং প্যারামেডিকেল ইন্সটিটিউট

 (পাটোয়ারী সমাজকল্যাণ সংস্থা এর একটি সামাজিক প্রকল্প)

 গভঃ রেজিঃ নম্বর-লাল/কালী/৩৪৮/২০১৭

 কালীগঞ্জ বাসস্ট্যান্ড, কালীগঞ্জ, লালমনিরহাট। ০১৭৪৩৯২২৬৭৪

 সার্টিফিকেট ইন হেলথ টেকনোলজি এন্ড এ্যানিমেল হেলথ্  শিক্ষাক্রম

 (৬ মাস/ ১ বছর মেয়াদী)শিক্ষাক্রম বাস্তবায়ন

 প্রবিধান

 ১. নামঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল, বাংলাদেশ নাসিং ইন্সিটিটিউট এর সিলেবাস অনুযায়ী ও সমাজকল্যাণ মন্ত্রনালয় অনুমোদিত এ শিক্ষাক্রমের নাম হবে সার্টিফিকেট ইন হেলথ্ এন্ড এ্যানিমেল হেলথ্  শিক্ষাক্রম - বাস্তবায়ন প্রবিধান ২০১৫

 ২. মেয়াদঃ    মেয়াদকাল ৬ (ছয়) মাস/ ১ বছর।

 ৩. সেসন ও ট্রেডঃ সার্টিফিকেট ইন হেলথ টেকনোলজি এবং এ্যানিমেল হেলথ্ টেকনেনালজি  শিক্ষাক্রম সমূহ ৬ মাস/ ১ বছর মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রম জানু-জুন, জুলাই-ডিসেম্বর,জুলাই-জুন সেসনে পরিচালিত হবে।

 ট্রেড-(ক) সার্টিফিকেট ইন প্যারামেডিকেল টেকনোলজি,

 (খ) সার্টিফিকেট ইন নাসিং এন্ড মিডওয়াইফারী টেকনোলজি

 (গ) সার্টিফিকেট ইন ফার্মেসী টেকনোলজি ও

 (ঘ) সার্টিফিকেট ইন এ্যানিমেল হেলথ্ এন্ড প্রোডাকশন টেকনোলজি।

 ৪. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক, বাংলাদেশ নাসিং ইন্সটিটিউট ও বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল এর নির্ধারিত বিষয়বস্তুর আলোকে সিলেবাস প্রণীত।

 ৫. সাধারণভাবে এ প্রশিক্ষণ কার্যক্রম ৬ মাস/১ বছর সময়কাল এর মধ্যে ১২০ ঘন্টা ফাংশনাল ইংলিশ ভাষার জন্য নির্ধারিত থাকবে।

 ৬. নম্বর বিণ্যাসঃ

  তাত্ত্বিক (১০০) ব্যবহারিক (৪০০)

 তাত্ত্বিক (১০০)    

 ধারাবাহিক- ইংরেজী=১০ + ট্রেড=৩০  মোট=৪০ধারাবাহিক   চুড়ান্ত  মোট নম্বর

 চুড়ান্ত-ইংরেজী  =১০ + ট্রেড=৫০     মোট=৬০

 ব্যবহারিক (৪০০)

 ধারাবাহিক-২০০

 চুড়ান্ত-২০০

 ৭. সেসন বিস্তারিতঃ ৩৬০ঘন্টা (৬ মাস) মেয়াদী

 (ক) জানুয়ারী-জুন সেসনঃ ক্লাস আরম্ভ -জানুয়ারী মাসের প্রথম শনিবার।

 (খ) জুলাই-ডিসেম্বর সেসনঃ ক্লাস আরম্ভ -জুলাই মাসের প্রথম শনিবার।

 (গ) জুলাই-জুন সেসনঃ ক্লাস আরম্ভ -জুলাই মাসের প্রথম শনিবার।

 ৮. সেসনঃ ১ বছর মেয়াদী

 (ক) জুলাই- জুনঃ ক্লাস আরম্ভ -জুলাই মাসের প্রথম শনিবার;

 ৯. বোর্ড/ কোর্স সমাপনী পরীক্ষাঃ

 বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কালীগঞ্জ রাইজিং প্যারামেডিকেল ইন্সটিটিউট কর্তৃক নিয়ন্ত্রিত জুন ও ডিসেম্বর মাসের শেষ শুক্রবার বোর্ড/ কোর্স সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।  তবে কোন বিশেষ কারণে শুক্রবার পরীক্ষা নিতে না পারলে পরবর্তী দিন শনিবার অনুষ্ঠিত হবে।

 ১০. কৃতকার্য প্রশিক্ষাণার্থীদের নিম্নরূপে গ্রেড নির্ধারিত হবেঃ

 নম্বর বিন্যাস গ্রেড

 ৯০% থেকে তদুর্ধ -এ +, ৮০%-৯০% এর কম-এ, ৭০%-৮০% এর কম-বি,

 ৬০%-৭০% এর কম-সি , ৬০% এর নীচে-এফ

 ১১. ভর্তির নিয়মাবলীঃ

 যে কোন অনুমোদিত বোর্ড হতে এস এস সি পাশ বিশেষ ক্ষেত্রে এ্যানিমেল হেলথ্ এন্ড প্রোডাকশন ৬ মাস মেয়াদি কোর্সে অষ্টম শ্রেণী পাশকৃত ছাত্র-ছাত্রীরা এই শিক্ষাক্রমে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করবে।

 ১২. ছাত্র-ছাত্রীদের বয়স ন্যুনতম ১৭ বছর।

 ১৩. নিবন্ধনঃ

 ১৩.১. এ শিক্ষাক্রমে ক্লাস শুরুর ১৫ দিনের মধ্যে মধ্যে নিবন্ধন ফরম পূরণ করতে হবে। এ নিবন্ধন কার্ড প্রবেশ পত্র হিসেবেও গণ্য হবে।

 ১৩.২ শিক্ষার্থীর নিবন্ধনের মেয়াদ পরপর ২টি চুড়ান্ত পরীক্ষা পর্যন্ত বলবৎ থাকবে। কোন শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হলে এবং পরীক্ষার্থী পূনরায় ভর্তি হতে চাইলে আবার নিবন্ধন করতে হবে।

 ১৪. সাধারণ নিয়মাবলীঃ

 ১৪.১ প্রশিক্ষণার্থীগণকে শতকরা ন্যুনপক্ষে ৮০ ভাগ ক্লাশে অংশগ্রহণ করতে হবে । অসুস্থতা বা গ্রহণযোগ্য অন্য কোন কারণবশতঃ বোর্ড / কেআরপিআই কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কমিটির সুপারিশক্রমে শতকরা ৭০% উপস্থিতি গ্রহণ করা যেতে পারে।

 ১৪.২ নির্ধারিত হাজিরা না থাকলে কোন প্রশিক্ষণার্থী চুড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না ।

 ১৪.৩ চূড়ান্ত পরীক্ষার সময়কাল তাত্ত্বিক ১ঘন্টা ও ব্যবহারিক ৩ ঘন্টা মোট চার ঘন্টা। চূড়ান্ত পরীক্ষা বোর্ড নির্ধারিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।

 ১৪.৪. চূড়ান্ত পরীক্ষার দু’সপ্তাহ পূর্বে পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড (ছবি যুক্ত) নির্ধারিত ফি প্রদান করে কেআরপিআই এর হেড অফিস হতে সংগ্রহ করতে হবে যা প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।

 ১৪.৫. বোর্ডের প্রচলিত নিয়ম অনুসারে ব্যবহারিক পরীক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

 ১৪.৬. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড/ কেআরপিআই কর্তৃক নির্বাচিত কেন্দ্রে চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 ১৫. ধারাবাহিক মূল্যায়নঃ

 ১৫.১. প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রশিক্ষক কর্তৃক ধারাবাহিকভাবে কাজের মূল্যায়ন করতে হবে।

 ১৫.২. ধারাবাহিক মূল্যায়নের যাবতীয় তথ্য ও রেকর্ড প্রশিক্ষনার্থীর জন্য নির্ধারিত অগ্রগতি কার্ডে নিয়মিত লিপিবদ্ধ করে রাখতে হবে।

 ১৫.৩. ধারাবাহিক মূল্যায়নকৃত কাজ মূল্যায়নের প্রমাণাদি সংরক্ষণ করতে হবে, যাতে প্রশিক্ষণ চলাকালীন সময় বোর্ড কর্তৃক নিযুক্ত পরিদর্শক বা প্রশিক্ষণ শেষে চুড়ান্ত মূল্যায়নের জন্য নিযুক্ত অনাভ্যন্তরীণ পরীক্ষক কর্তৃক তা পর্যালোচনা করতে পারে।

 ১৫.৪. ধারাবাহিক মূল্যায়নের কাজ ও শ্রেণী পরীক্ষার উত্তরপত্র নম্বরসহ নিরীক্ষার জন্য প্রতিষ্ঠান প্রধানের নিকট জমা দিতে হবে।

 ১৬. ধারাবাহিক মূল্যায়নের নম্বর বিণ্যাস হবে নিম্নরূপঃ

 ১৬.১ তাত্ত্বিক ধারাবাহিকঃ মোট নম্বর=ইংরেজী ১০+ট্রেড ৩০=মোট =৪০ (মোট নম্বরের শতকরা হার)

 ক্লাস টেষ্ট ২০%, কুইজ ২০%, অ্যাসাইনমেন্ট ৪০%, হাজিরা/আচরণ ২০%

 ১৬.২ ব্যবহারিক ধারাবাহিকঃ মোট নম্বর = ২০০

 অনুশীলন, ক্লাস ও বাড়ীর কাজ, কেস ষ্টাডি ৭০%, জব/এক্সপেরিমেন্ট রিপোর্ট ১০%, মৌখিক পরীক্ষা ১০%, হাজিরা/আচরণ ১০%

 ১৬.৩. ধারাবাহিক মূল্যায়নের যাবতীয় তথ্যাদি ও দলিলাদি ফলাফল প্রকাশের পর ৬(ছয়) মাস পর্যন্ত প্রতিষ্ঠান প্রধানের নিকট সংরক্ষিত থাকবে।

 ১৭. চুড়ান্ত মূল্যায়নঃ

 ১৭.১. চুড়ান্ত ব্যবহারিক পরীক্ষায় অভ্যন্তরীণ ও অনাভ্যন্তরীণ পরীক্ষক যৌথভাবে পরীক্ষা গ্রহণ করবেন।

 ১৭.২ অভ্যন্তরীণ ও অনাভ্যন্তরীণ পরীক্ষক এর যৌথ তত্ত্বাবধানে পরীক্ষা গ্রহনের ব্যবস্থা করবেন। তারা যৌথভাবে পরীক্ষা চলাকালীন সময়ে ও পরে প্রশিক্ষণার্থীর প্রস্তুতকৃত ব্যবহারিক কাজ মূল্যায়ন করবেন।

 ১৭.৩ পরীক্ষগণ প্রশিক্ষণ চলাকালীন সময়ে তৈরীকৃত প্রশিক্ষণার্থীর ব্যবহারিক কাজ ও সংশ্লিষ্ট প্রতিবেদন ইত্যাদি পূনঃ নিরীক্ষণ করে প্রাপ্ত নম্বরের সমন্বয় সাধন করতে পারবেন। অভ্যন্তরীণ ও অনাভ্যন্তরীণ পরীক্ষকগণ নম্বরের সমন্বয় করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে প্রাপ্ত নম্বরের সমন্বয় সাধন করার ক্ষমতা কেআরপিআই/বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপর ন্যাস্ত থাকবে।

 ১৮. চুড়ান্ত মূল্যায়নেব নম্বর বিণ্যাস হবে নিম্নরূপঃ

 ১৮.১ তাত্ত্বিক চুড়ান্তঃ মোট নম্বর-ইংরেজী ১০+ট্রেড/কোর্স ৫০= ৬০, সময় ১ ঘন্টা

 সর্ট উত্তর পদ্ধতিতে পরীক্ষা হবে।  মোট ৬০টি প্রশ্ন থাকবে প্রত্যেকটির উত্তর লিখতে হবে।

 ১৮.২ ব্যবহারিক চুড়ান্তঃ মোট নম্বর=২০০, সময় ৩ ঘন্টা

 (মোট নম্বরের শতকারা হার)

 ব্যবহারিক কাজ ৮০%, সংশ্লিষ্ট প্রতিবেদন ১০%, মৌখিক পরীক্ষা ১০%

 ১৯. সনদ প্রদানঃ

 ১৯.১ প্রত্যেক ছাত্র/ছাত্রীকে ধারাবাহিক মূল্যায়ন, চুড়ান্ত মূল্যায়নে আলাদা আলাদা উত্তীর্ণ হতে হবে।

 ১৯.২ গৃহীত পরীক্ষায় কৃতকার্য হলে ধারাবাহিক মূল্যায়ন ও চূড়ান্ত মূল্যায়নে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড / কালীগঞ্জ রাইজিং প্যারামেডিকেল ইন্সটিটিউট (প্রযোজ্য ক্ষেত্রে) সনদ প্রদান করবে।

 ১৯.৩ বোর্ড / কেআরপিআই কর্তৃক ইস্যুকৃত সনদপত্রে গ্রেড  উল্লেখ থাকবে।

 ১৯.৪ ইংরেজী ভাষায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড / কেআরপিআই (প্রযোজ্য ক্ষেত্রে) উত্তীর্ণ প্রশিক্ষনার্থীদেরকে সার্টিফিকেট ইস্যু করবে।

 ১৯.৫ এ প্রবিধানের কোন ধারা/ধারাসমূহের ব্যাখ্যা প্রদানের অধিকার শুধুমাত্র কালীগঞ্জ রাইজিং প্যারামেডিকেল ইন্সটিটিউট কর্তৃক সংরক্ষিত থাকবে।

 ২০. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড  কর্তৃক অনুমোদিত শৃংখলা বিধি ও উপবিধি এবং সরকারি পাবলিক এক্সমিনেশন এ্যাক্ট-১৯৮০ এ শিক্ষাক্রমের জন্য প্রযোজ্য হবে।

 

এম. খতিবর রহমান পাটোয়ারী

অধ্যক্ষ

কালীগঞ্জ রাইজিং প্যারামেডিকেল ইন্সটিটিউট

 কালীগঞ্জ, লালমনিরহাট।  

 

 

 

 

 

KALIGANJ RISING PARAMEDICAL INSTITUTE

 (A social Training Project of Patowary Somajkollan Soangstha)

                       CERTIFICATE-IN-MEDICAL TECHNOLOGY

                                                          SYLLABUS OF

 Certificate-In-Paramedical Technology

 

SL. No

Subject code

 

 

Name of the subject

 

 

     T     P     C

                           MARKS

Theory

Practical

Total

Cont. assess

Final exam.

Cont. assess

Final exam.

1

1821

Clinical medicine with Pediatrics

2

6

4

50

50

60

40

200

2

1822

Surgery

2

6

4

50

50

60

40

200

3

1823

Gynecology & Obstetrics

2

6

4

50

50

60

40

200

4

1824

Eye. ENT

2

6

4

50

50

60

40

200

5

1825

First Aid & Bandaging

2

3

3

50

50

30

20

150

6.

7526

Field Training

0

6

2

-

-

60

40

100

 

Total

10

33

21

250

250

330

220

1050

 

Clinical Medicine with Pediatrics

 Sub-Code:-1821

 T              P             C

 2              6              4

 Objectives: At the end of the course students will be able to –

 state cause of disease

  1. describe clinical features (sign & symptoms)
  2. advise for required investigation, management and referralSl. No
 

Topic/Lesson

Theory (No. Class)

1

Alimentary tract and pancreatic disease: Oral thrush, Gum bleeding, Glossitis, Vomiting, Constipation, Irritable bowel syndrome (IBS), Peptic ulcer disease, Hematemesis, Malena, Amebic dysentery, Bacillary dysentery, Diarrhoea, (acute & chronic)

04

2

Liver and biliary tract disease: Dehydration, Cholecystitis, Jaundice, Hepatitis A & B, Cirrhosis of liver, Ascites  

02

3

Respiratory disease: Cough, Hemoptysis, Dyspnoea, Pneumonia, Pleural effusion, Lung abscess, Bronchial asthma, Pulmonary tuberculosis

03

4

Kidney and genitourinary disease: UTI, Nephrotic syndrome, Renal failure, Cystitis 

02

5

Cardiovascular disease: Hypertension, Angina pectoris, Myocardial infarction, Rheumatic fever, Heart failure

02

6

Blood disorders: Anemia

01

7

Skin disease: Eczema, Scabies, Ring worm (Tineasis)

8

Brain & neurological disease: Headache, Migraine, Vertigo, Syncope, Coma, Meningitis, Cerebral hemorrhage (stroke), Epilepsy

03

9

Endocrine disease: Hypothyroidism, Hyperthyroidism, Diabetes mellitus

01

10

Medical psychiatry: Depression, Anxiety neurosis, Hysteria

03

11

Musculoskeletal disorders: Rheumatoid arthritis, Rickets, Osteoarthritis, Back pain

12

Sexually transmitted disease: Syphilis, Gonorrhoea, AIDS

03

13

Pediatric disease: Neonatal jaundice, Infantile convulsion, Asphyxia neonatorum

                                                                                                                                                Total      =                  24

 Practical: 24 classes

 Art of history taking of patient illness

  1. Physical examination: General and systemic
  2. Pulse: definition & normal range, measuring technique, clinical importance
  3. Body temperature: Measuring technique, temperature chart
  4. Blood pressure: definition & normal range, measuring technique, clinical importance
  5. Anaemia & jaundice: definition & normal range, measuring technique, clinical importance
  6. Odema: definition, measuring technique, clinical importance
  7. Prescription writing

 

 

Surgery

 Sub-Code:-1822

 T              P             C

 2              6              4

 Objectives: At the end of the course students will be able to –

 identify surgical problems

  1. refer the patient properly

 

 

Sl. No

Topic/Lesson

Theory (No. Class)

1

Infection and wound: Abscess, boil, cellulitis, wound & wound dehiscence, Sterilization

02

2

Gastro-intestinal tract disease: Intestinal perforation, Intestinal obstruction, Appendicitis & appendicular lump, Anal fissure and hemorrhoids, Hernia and hydrocele, Pyloric stenoss

04

3

Liver and biliary tract disease: Liver abscess, Cholelithiasis, Choledocholithiasis, Biliary ascariasis, Jaundice

03

4

Respiratory disease: Pneumothorax, Pleural effusion, Lung cancer

03

5

Kidney and genitourinary disease: Retention of urine, Kidney stone, Ureteric stone, Benign enlarged prostate, Urethral stricture

06

6

Injury: Head injury, Road traffic accident

01

7

Orthopedic disease: Dislocation of shoulder joint, Dislocation of temperomandibular joint, Fracture of bone

03

8

Surgical contraception (Tubectomy & vasectomy): definition, indication, procedure (facts), complication

02

                                                                                                                                                 Total      =                  24

 

Practical: 24 classes

 

  1. Care of wound
  2. Intramuscular (I/M) and intravenous (I/V) injection
  3. Catheterization
  4. Insertion of naso-gastric tube
  5. Techniques of enema
  6. Techniques of skin stitching 

 

Gynecology and Obstetrics

 Sub-Code:-1823

 T              P             C

 2              6              4

 Objectives: At the end of the course students will be able to –

 identify gynecological problems

  1. manage & refer the patient accordingly
  2. diagnose pregnancy and conduct ante-natal check up
  3. identify risky pregnancies and refer

 

Sl. No

Topic/Lesson

Theory (No. Class)

1

Common terminology: Para, Gravida, Nullipara, Multipara, LMP, EDD, Oligohydramnios, Menorrhagia, Polymenorrhoea, Dysmenorrhoea, Cryptomenorrhoea, PID, Fetal presentation, Lie, Purperium, Involution & sub-involution of uterus

02

2

Gynecological disease: Leucorrhoea, Fibroid uterus, Genital prolapse, Abnormal uterine bleeding (DUB), Endometriosis (chocolate cyst), Cervicitis, Cervical cancer, postmenopausal syndrome

03

3

Normal pregnancy: definition, sign & symptoms, Lab tests

01

4

Ectopic pregnancy: definition, sites, complications

01

5

Hyperemesis graviderum: definition, sign & symptoms, treatment  

01

6

Antenatal care: definition, aim, objectives, activities

02

7

Pre-eclamsia and eclampsia: definition, cause, clinical feature, management

01

8

Abortion: definition, types, management

03

9

APH and PPH: definition, cause, clinical feature, management

01

10

Molar pregnancy: definition, cause, clinical feature.

01

11

Normal labour: sign & symptoms, stages, management, difference between true and false pain  

03

12

MR: definition, types, procedure, complication

01

13

Episiotomy: definition, indication and complication

01

14

Caesarian section: definition, indication, complication

01

15

Infertility: definition, diagnosis, cause, management

01

16

Contraceptive methods: definition, types, indication, contra-indication, usages

02

                                                                                                                                                 Total      =                  24

 

Practical: 24 classes

 History taking of gynecological and obstetric patients

 Examination of gynecological patients

  1. Calculation of EDD
  2. Examination of obstetric patient
  3. Contraceptive methods
  4. Techniques of episiotomy

 

Eye and ENT

 Sub-Code:-1824

 T              P             C

 2              6              4

 Objectives: At the end of the course students will be able to –

 diagnose common eye problems

  1. diagnose common ENT problems
  2. manage & refer the patient accordingly 

 

Sl. No

Topic/Lesson

Theory (No. Class)

1

Common eye diseases: Conjunctivitis, Stye & calagion, Eye changes in vitamin-A deficiency, Corneal ulcer, Blepharitis, Dacrocystitis, Cataract, Refractive errors of eye, Squint, Foreign body in eye, Pterigium, Night blindness, Corneal ulcer

12

2

Common ENT diseases: Foreign body in ear, impacted wax in ear, Otitis media (acute & chronic), rupture of tympanic membrane, Mastoiditis (acute & chronic), Epistaxis, Nasal polyp, Deviated nasal septum, Sinusitis, Allergic rhinitis, Pharyngitis, Tonsilitis (acute & chronic), Facial palsy

12

 

                                                                                                                                Total                      =               24

 

Practical: 24 classes

 Examination of nose

 Procedure of stoppage of nasal bleeding (epistaxis)

  1. Examination of ear
  2. Examination of tonsil
  3. Determination of refractive errors

 

 

 

First Aid & Bandaging

 

Sub-Code:-1825

 

T              P             C

 

2              3              3

 

 

 

Objectives: At the end of the course students will be able to –

 

  1. care of medical and surgical emergencies
  2. respond to manage life threatening situations
  3. provide first aid for minor injuries

 

 

 

Sl. No

Topic/Lesson

Theory (No. Class)

1

General aspects: definition and objectives of first aid, principles of first aid, signs of life threatening conditions, role of first aid provider, Content of first aid box.  

04

2

Care of common life threatening emergencies: Respiratory distress/arrest, choking, Shock, unconsciousness, Bleeding (hemorrhage), Burn, Snake bite, Cardiopulmonary Resuscitation (CPR), drowning 

04

3

Fracture: definition, sign & symptoms, transportation of patient with fracture, first aid, complication

04

4

Dislocation: definition, clinical feature and management of dislocation of shoulder joint and temperomandibular joint, complication 

04

5

Care of minor injuries: wound, injury to bone including spinal injury, chest injury, burn & scald, eye injury

04

6

Poisoning: causes, how to avoid poisoning in children, general treatment of poisoning, kerosene oil poisoning, Dhutura poisoning, Organophosphorus poisoning, insecticide poisoning, Banbiturate poisoning.

04

                                                                                                                                                 Total      =                24

  Practical: 12 classes

 Demonstration of CPR

 

  1. Bandage
  2. Collar and cuff sling
  3. Repositioning of dislocated joints (shoulder joint, temperomandibular joint)

 

 

 

Filed Training

 

Developed by : SHATAJ SOFT || Design By : SOFT LTD. || Call : 01733919791